দিয়েগো জোটার প্রয়াণ; বিশ্ব ফুটবলে শোকের ছায়া
শেষ দুই মাসে দুই শিরোপা আর দুই সপ্তাহ আগে বিয়ে, সবকিছুকে স্মৃতি বানিয়ে লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটা চলে গেলেন পরপারে। তার অকাল প্রয়াণে ফুটবলে চলছে শোকের মাতম। ক্লাব লিভারপুল পুরোপুরি অবসরে পাঠিয়েছে জোটার স্মৃতিবিজড়িত ২০ নম্বর জার্সিকে।