বিশ্বের সবচেয়ে ছোট বিয়ারের বোতল তৈরি করে সবাইকে তাক লাগিয়ে ডেনিশ বহুজাতিক কোম্পানি কার্লসবার্গ। যার উচ্চতা মাত্র ১২ মিলিমিটার। এটি চালের দানার সমান কাচের বোতল রয়েছে এক ফোটা নন-অ্যালকোহল বিয়ার।