কমেছে বৈদেশিক বিনিয়োগ; অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা
বিশ্বে ৩৫তম আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অর্থনীতির দেশ হলেও বৈদেশিক বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এফডিআই প্রবাহ কমেছে ৭১ শতাংশ। এসময় বৈদেশিক বিনিয়োগ ৭৬.৭৯ মিলিয়ন ডলার। সেটিও গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ কম। বিনিয়োগ কমার পেছনে অভ্যন্তরীণ সমস্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও ছয় মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা।