রাজধানীতে তারের জঞ্জালে ফায়ার সার্ভিসের কার্যক্রমে বিঘ্ন, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
রাজধানীর প্রায় সব সড়কের দুপাশেই তারের জঞ্জাল। ইন্টারনেট, ডিশ, টেলিফোন, লাইনগুলো জড়িয়ে আছে একসঙ্গে। বছরের পর বছর এসব তার জমে রূপ নিয়েছে স্তূপে। ফলাফল- যেকোনো দুর্যোগে আধুনিক যন্ত্র থাকার পরেও সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না ফায়ার সার্ভিস। বছরের পর বছর এসব অপসারণ নিয়ে কথা হলেও তারের জঞ্জাল থেকে মুক্ত হচ্ছে না রাজধানী। কবে এ সংকট নিরসন হবে, জানেনা কেউ।