নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলা: ২২ বছর পর ৩ আসামির যাবজ্জীবন
নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন দিয়েছে আদালত। একই মামলায় আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং ৪ আসামিকে খালাস প্রদান করা হয়েছে। আজ (বুধবার, ৬ আগস্ট) দুপুর ১২টায় মামলার রায় প্রদান করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ।