নারায়ণগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভীর ২ দিনের রিমান্ড
নারায়ণগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ৭ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে আইভীকে ভার্চুয়ালি উপস্থিত রেখে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।