অপরিশোধিত জ্বালানি তেলের দাম বছরের সর্বনিম্নে
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ওপর চীনের নতুন শুল্কারোপের পর বাজারে চাহিদা কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়। আর এর প্রভাবে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বনিম্নে নেমে এসেছে। এদিকে মার্কিন অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ টানা দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে। সম্প্রতি ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।