৬২১টি ক্রিসমাস ট্রি দিয়ে বাড়ি সাজিয়ে বিশ্বরেকর্ড জেরোমিন পরিবারের
৬২১টি ক্রিসমাস ট্রির মাধ্যমে বাড়ি সাজিয়ে বিশ্বরেকর্ড গড়লেন জার্মানির জেরোমিন পরিবার। পুরো বাড়ির সব অংশেই শোভা পাচ্ছে সুসজ্জিত ক্রিসমাস ট্রি। তাক লাগানো এমন আয়োজনের জন্য সনদপত্র দেয়া হয়েছে এ দম্পতিকে।