সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়
গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও জয়ের ধারায় অটল স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা তুলনামূলক দুর্বল—তাই বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে যেতে চেয়েছিলেন পিটার বাটলার। পূজার জোড়া গোল, তৃষ্ণা ও আফঈদার নির্ভরতা সব মিলিয়ে লঙ্কানদের ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আরও এক দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।