তিন বছরে দেশে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় ১০ শতাংশ
বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার প্রায় ১০ শতাংশ বেড়েছে। ২০২২ সালে যে হার ছিল ১৮ দশমিক ৭ বর্তমানে তা ২৭ দশমিক ৯৩ শতাংশে উন্নীত হয়েছে। আজ (সোমবার, ২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) তাদের এক গবেষণার ফলে এ তথ্য তুলে ধরেন।