বছর ঘুরতেই মুছে ফেলা হয়েছে চব্বিশের গণআন্দোলনের দেয়াল গ্রাফিতি
দেয়ালে দেয়ালে মুক্তির বারতা। স্বৈরাচার পতনের লেখনীতে অগ্নিশিখা। চব্বিশের গণআন্দোলনে যেন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেয়ালের গ্রাফিতি। তবে বছর ঘুরতেই প্রতিবাদের অনেক চিহ্ন বদলে গেছে। কোথাও কোথাও মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। জুলাইয়ের স্পন্দন আর চেতনার গ্রাফিতি বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে।