সারাদেশে ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা
রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হলেও সকাল থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে বিলম্বের যাত্রা শুরু করে বেশিরভাগ ট্রেন। এতে, বিপাকে পড়েন রেলযাত্রীরা। ঢাকা রেলওয়ে স্টেশন বলছে, ইঞ্জিনজনিত সমস্যা ও ট্র্যাক ব্যালেন্সের কারণে সময় বেশি লেগেছে ট্রেন ছাড়তে। ট্রেনের মতন গণপরিবহন পরিচালনায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান যাত্রীরা।