আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন
মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর শহরে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১০ মার্চ) দুপুর ১২টায় শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।