বায়োরিয়েক্টরের মাধ্যমে মহাকাশে খাবার তৈরির গবেষণা করছেন বিজ্ঞানীরা!
মহাকাশে নভোচারীদের খাবার পৌঁছানোর জন্য দৈনিক খরচ প্রায় ২০ হাজার ডলার। তবে বায়োরিয়েক্টরের মাধ্যমে মহাকাশে খাবার তৈরি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, প্রক্রিয়াটি সফল হলে খাবারের পাশাপাশি তৈরি করা সম্ভব ভিটামিন, ওষুধ কিংবা বায়ো প্লাস্টিক।