কিশোরগঞ্জের নরসুন্দা নদী দখল-দূষণে বিপন্ন অতিথি পাখির অভয়াশ্রম
শীত নামলেই কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে উড়ে আসে অতিথি পাখি। জেলা শহরের ভেতর পাখিদের অভয়ারণ্য এই এলাকা নরসুন্দা লেক সিটি হিসেবে পরিচিত। শীত মৌসুমে পাখি দেখতে এখানে আসেন দর্শনার্থীরা। তবে দখল ও দূষণে এই অভয়াশ্রম এখন হুমকির মুখে।