চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খেজুর মজুত, দোকান মালিককে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রমজান মাসকে সামনে রেখে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।