কবি দাউদ হায়দারের প্রয়াণ
নির্বাসিত কবি দাউদ হায়দার চলে গেলেন জীবনের সীমানা ছাড়িয়ে। যার কলম হয়ে এসেছিল, ‘জন্মই আমার আজন্ম পাপ’- পংক্তিমালা সেই কবি শনিবার (২৬ এপ্রিল) রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে মৃত্যুবরণ করেন। ৭৩ বছর বয়সে এই কবি চলে গেলেন জীবনের মায়া ত্যাগ করে।