তেলেঙ্গানায় সুড়ঙ্গ ধসে আটকেপড়া শ্রমিক উদ্ধারে 'র্যাট মাইনিং' শুরু
নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে পড়ে ভারতের তেলেঙ্গানায় তিনদিন ধরে আটকে আছেন আট শ্রমিক। সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চললেও দুর্ঘটনার তিনদিন পরও ভেতরে আটকেপড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তাদের জীবিত উদ্ধারের আশা ফিকে হতে থাকায় শেষ চেষ্টা হিসেবে বিতর্কিত 'র্যাট মাইনিং' শুরু করেছে কর্তৃপক্ষ।