নোয়াখালীতে অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী, ঘটছে দুর্ঘটনা
উপকূলীয় জেলা নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দীর্ঘদিন যাবত মেরামত না করায় অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোর দুপাশে অনুমোদনহীন কয়েকশ' ইটভাটার ভারি গাড়ি প্রতিনিয়ত চলাচল করায় খানাখন্দে ভরা সেসব সড়কে সাধারণ যানবাহন চলাচল করতে বেগ পেতে হচ্ছে। এসব সড়কে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চলাচলে অনুপযুক্ত সড়কগুলো সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।