ইন্টারনেট গতির রেকর্ড ভেঙেছে জাপান
জাপান ইন্টারনেট গতিতে প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট ইন্টারনেট গতির রেকর্ড ভেঙেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) জাপানি বিজ্ঞানীরা ১ হাজার ৮০৮ কিলোমিটার বিস্তৃত উন্নত নাইন্টিন কোর অপটিক্যাল ফাইবার ব্যবহার করে প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট বা প্রতি সেকেন্ডে ১২৫ টেরাবাইট গতিতে ডেটা প্রেরণ করেছেন। এ গতি এত দ্রুত যে এটি তাত্ত্বিকভাবে মাত্র এক সেকেন্ডের মধ্যে পুরো নেটফ্লিক্স লাইব্রেরি ডাউনলোড করতে পারে।