'পুড়ে যাওয়া নথিতে দুর্নীতির প্রমাণ-প্রকল্পের অর্থ লোপাটসহ নানা দলিলপত্র রয়েছে'
সচিবালয়ে আগুনের ঘটনায় পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে দুর্নীতির প্রমাণ, প্রকল্পের অর্থ লোপাটসহ নানা দলিলপত্রও রয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আর পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলছেন, নাশকতা-ষড়যন্ত্রসহ সব সম্ভাবনা মাথায় রেখেই এ ঘটনার তদন্ত হবে।