টেসলা পাই ফোন: বদলে দিতে পারে স্মার্টফোনের ধারণা
প্রযুক্তিপ্রেমীদের কাছে ইলন মাস্ক এক নামেই পরিচিত। কখনও বুদ্ধিদীপ্ত, আবার কখনও পাগলাটে আইডিয়ার উদ্যোক্তা হিসেবে। একবার কোনো ধারণা মাথায় এলে তা বাস্তবে রূপ না দেয়া পর্যন্ত থেমে থাকেন না তিনি। এ দৃঢ়তার ফলেই আজ টেসলা বিশ্ববাজারে অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা ব্র্যান্ড। এবার সেই মাস্কের নতুন উদ্যোগ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে—টেসলা আনতে যাচ্ছেন নিজস্ব স্মার্টফোন, যার নাম হতে পারে ‘পাই’।