দর্শক খরায় বন্ধ হচ্ছে একের পর এক সিনেমা হল
শিল্পকলার শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। তবে দর্শক খরায় দেশে একের পর এক বন্ধ হয়েছে সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ময়মনসিংহের 'পূরবী' সিনেমা হল। টানা লোকসানের ফলে প্রাচীন এই সিনেমা হল ভেঙে ফেলার কথা জানায় মালিক পক্ষ।