নবম পে স্কেল ২০২৬: গ্রেড সংখ্যা চূড়ান্ত, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে?
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল (9th National Pay Scale) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে-কমিশন। গত (বৃহস্পতিবার,১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত বর্তমানের ২০টি গ্রেডই (20 Pay Grades) বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে বেতন কাঠামোর (Salary Structure) সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি কমিশন।