জামালপুরের 'প্যারা সন্দেশ' এর সুনাম দেশ ছাড়িয়ে বিদেশে
প্রাচীনকাল থেকেই বাঙালির রসনা বিলাসে মিষ্টি জাতীয় খাবারের জুড়ি নেই। যেকোনো উৎসবে মিষ্টি বিতরণ বাঙালির বহু পুরানো প্রথা। আর হরেক রকম মিষ্টির ভিড়ে দীর্ঘদিন ধরে আলাদা জায়গা করে নিয়েছে জামালপুরের প্যারা সন্দেশ।