পেরুতে সন্ধান মিলেছে এক হাজার বছরের পুরোনো মমির
পেরুতে সন্ধান মিলেছে এক হাজার বছরের পুরোনো মমির। ধারণা করা হচ্ছে, প্রাচীন চানকাই সভ্যতার এক নারীর দেহাবশেষ এটি। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, মৃত্যুর আগে হয়তো কনের সাজে ছিলেন ২০-২৫ বছর বয়সী ওই তরুণী, সাথে ছিল খাবার-দাবার।