আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান
রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশ গ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।' আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি 'রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে একইসাথে ৩টি জেলায়।