কানে বাংলাদেশি ‘আলী’র ইতিহাস, নিষেধাজ্ঞা পেরিয়ে ইরানি নির্মাতার চমক
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই সিনেমাটি। বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল। এদিকে ১৫ বছর নিষেধাজ্ঞার কবলে থেকেও কানের এবারের আসরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছেন ইরানের নির্মাতা জাফর পানাহি।