রাজধানীর ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার বাৎসরিক চাঁদা দেড় লাখ টাকা!
রাজধানীর ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার জন্য বছরে দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন হকাররা। চাঁদা দিতে না পারায় টানা ১০ দিন ধরে বন্ধ বায়তুল মোকাররম ও জিপিওর মাঝে লিংকরোডের ৫০টি ফুটপাতের দোকান। এদিকে গাড়ি পার্কিংয়ের ইজারার নামে ফুটপাতে চাঁদাবাজির জন্য অতিরিক্ত জায়গা দেয়ায় হকারদের অভিযোগ সিটি করপোরেশনের বিরুদ্ধেও।