ক্যারিয়ার সেরা গোলের কথা নিজেই জানালেন মেসি
ক্যারিয়ার জুড়ে গোল করেছেন ৮৬০টি। রয়েছে অসংখ্য ম্যাচ জেতানো শৈল্পিক গোলের রেকর্ডও। জানানো হচ্ছে লিওনেল মেসির কথা। এত এত গোলের মধ্যে পছন্দের গোল বেছে নেয়াটা মেসির জন্য বেশ কষ্টসাধ্যই বটে। তবে এ কঠিন প্রশ্নে উত্তরটা বেশ সহজভাবেই দিয়েছেন ফুটবল জাদুকর। জানিয়েছেন ক্যারিয়ারে তার সবচেয়ে পছন্দের গোল কোনটি।