মাইকেল শুমাখারের ফেরারি বিক্রি হলো ২২০ কোটি টাকায়
২২০ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে মাইকেল শুমাখারের ২০০১ সালের মোনাকো গ্রাঁ প্রিঁতে ব্যবহৃত ফেরারি গাড়ি। ফর্মুলা ওয়ানের সে মৌসুমে ফেরারি এফ-২০০১ মডেল চালিয়েছিলেন শুমাখার। এই ফর্মুলা ওয়ান রেসিং কার দিয়ে মোনাকোর পাশাপাশি হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিঁও জিতেছিলেন সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন।