বনে ফিরল খাঁচায় বন্দি বিরল প্রজাতির মেছো বিড়াল
নেত্রকোণায় হাঁসের খামারে ফাঁদে ধরা পড়া খাঁচায় বন্দি মেছো বিড়াল বনে অবমুক্ত করা হয়েছে। আজ (শনিবার, ৫ এপ্রিল) বিকেলে দুর্গাপুর উপজেলার পাহাড়ি সীমান্ত নদী সোমেশ্বরীর পাড় ঘেঁষা বনে বিরল প্রাণীটিকে অবমুক্ত করে বন বিভাগ।