হোয়াইট হাউজে ২০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
হোয়াইট হাউজে বিনোদন ও অতিথি আপ্যায়নের জন্য অন্তত ১৫০ বছরের আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য ২০০ মিলিয়ন ডলার খরচ করে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বলরুম নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেপ্টেম্বরে কাজ শুরু হয়ে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্মাণকার্য শেষ হওয়ার আশা করছে ট্রাম্প প্রশাসন।