শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বুয়েট
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিক্ষার্থীদের ওপর পুলিশের যে হামলার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ (বুধবার, ২৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে এ হামলায় দায়ীদের বিরুদ্ধে সরকারকে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানিয়েছে বুয়েট।