ঈদের দিনেও বাফুফে ভবনের সামনে অবস্থান আলট্রাসদের
ভিন্নরকম এক ঈদ পালন করছে দেশের ফুটবলের সবচেয়ে বড় ফ্যানবেজ বাংলাদেশ ফুটবল আলট্রাস সদস্যরা। সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে এখনো অবস্থান করছেন তারা। ফুটবল প্রেমে পরিবার ছেড়ে ঈদ করতেও দ্বিধা-বোধ করেননি তারা।