ইতালিতে ভিন্ন ধাঁচের খাদ্য উৎসব, আছে বাংলাদেশি খাবারের পরিবেশনাও
ইতালির রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে টেস্ট দে ওয়ার্ল্ড নামের খাদ্য উৎসব। যেখানে পরিবেশন করা হয় বাংলাদেশে ঐতিহ্যবাহী খাবার। উৎসবটিতে মূলত বহু সংস্কৃতির সম্প্রীতিকে উদযাপন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আর এই খাদ্যসামগ্রী বিক্রির অর্থ সংগ্রহ করা হবে স্কুলের অর্থ তহবিলে।