চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বার্থ অপারেটরদের বিরুদ্ধে গতি কমানোর অভিযোগ
অনবোর্ড সার্ভিস চার্জ বাড়াতে কনটেইনার জাহাজ থেকে পণ্য খালাসে বার্থ অপারেটররা গতি কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ শিপিং এজেন্টদের। এতে কনটেইনার খালাসে সময় বেশি লাগায় জিসিবিতে জাহাজের গড় অবস্থানকাল বেড়ে গেছে। রপ্তানি পণ্য শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হচ্ছে। অভিযোগ অস্বীকার করে বার্থ অপারেটররা বলছেন, দীর্ঘ ১৮ বছরেও সার্ভিস চার্জ বাড়াননি শিপিং এজেন্টরা। তাদের দাবি রমজানে ইফতার, তারাবি ও সেহেরির কারণে কর্মঘণ্টা কমায় কমেছে কাজের গতি।