বাস্তিল ডে উদযাপনে আইফেল টাওয়ারকে ঘিরে আতশবাজি ও ড্রোনের প্রদর্শনী
ফ্রান্সের প্যারিসে বাস্তিল ডে উদযাপনে আইফেল টাওয়ারকে ঘিরে হয়ে গেল মনোমুগ্ধকর আতশবাজি ও ড্রোনের প্রদর্শনী। স্থানীয় সংবাদমাধ্যমের বলছে, সোমবার (১৪ জুলাই) এই হাইব্রিড প্রদর্শনীতে মোট ১০০০ টি এলইডি সজ্জিত ড্রোন ব্যবহার করা হয়েছে।