‘অনিয়ম করেই নৌকা জাদুঘর স্থাপন করা হয়েছিল’
বিলুপ্ত প্রায় বাহারি নৌকাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বরগুনায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হয় নৌকা জাদুঘর। যা ২০২১ সালের ১০ জানুয়ারি সকল দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। তবে ভেঙে ফেলা প্রসঙ্গে জেলা বিএনপি জানিয়েছে, নানা অনিয়ম করেই নৌকা জাদুঘর স্থাপন করা হয়েছিল। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।