বায়োমেট্রিক হবে এমিরেটসের সেবা
আগামী বছর থেকে যাত্রীদের বায়োমেট্রিক বোর্ডিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে এমিরেটস এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমানের প্রদর্শনী দুবাই এয়ারশো'তে এসেছে এই ঘোষণা। এবারের প্রদর্শনীতে ৯ হাজার ৮০০ কোটি ডলারের বিমানের অর্ডার এসেছে। দেখা মিলেছে বোয়িং, এয়ারবাসের যাত্রীবাহী বিমানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের অত্যাধুনিক যুদ্ধবিমান।