স্মার্টফোন: প্রযুক্তির বিবর্তন ও আজকের জয়যাত্রা
স্মার্টফোনের রাজত্বে এখন জয়জয়কার। দৈনিক যে প্রিয় জিনিসটির পেছনে বছরে আমাদের গড়ে ১২০০ থেকে ১৬০০ ঘণ্টাই চলে যায় সেটি হলো স্মার্টফোন। আজকের স্মার্টফোনের যে চকমক প্রযুক্তি কিংবা এর যে আকর্ষণীয় আকৃতি, ফিচার তা উন্নতি কিন্তু এক নিমিষেই হয়নি। নানা প্রতিকূলতা পেরোবার পর আজ সেটি এই রূপে এসেছে।