উন্মোচন করা হয়েছে ‘বিবিসি হ্যালো চেক’- এর লোগো
উন্মোচন করা হয়েছে ‘বিবিসি হ্যালো চেক’-এর লোগো। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠান হয়। ‘বিবিসি হেলো চেক’ হচ্ছে বিবিসি মিডিয়া অ্যাকশনের একটি নতুন ডিজিটাল ইনিশিয়েটিভ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন।