জুলাইয়ে মহাখালী ছিল আন্দোলনের অন্যতম রণক্ষেত্র
জুলাই আন্দোলন, কথাটি শুনলেই সামনে আসে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান-মিছিল আর ছাত্র-জনতার শক্ত অবস্থান। ক্ষয়ক্ষতি তো বটেই বহু প্রাণের বিনিময়ে ঘটে কর্তৃত্ববাদী শাসনের অবসান। নতুন করে সুযোগ হয় সাম্য ও সমতার বাংলাদেশ বিনির্মাণের। যাত্রাবাড়ি-রামপুরার মতো জুলাই আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মহাখালীর রাজপথ। সড়কপথের সঙ্গে রেলপথও বন্ধ করে আন্দোলনের গতি বাড়িয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।