বেনাপোল বন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন। সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই এ ঘোষণা দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে দু‘দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। তবে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দু‘দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। গত সোমবার (২ জুন) এ ঘোষণা দেওয়া হলেও আজ (বুধবার, ৪ জুন) সেটা নিশ্চিত করা হয়েছে।