বৈষম্যবিরোধী-গণঅভ্যুত্থান

সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি, গণমানুষের মতামত কোথায়?
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চায় সবাই, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে একমত নয় পক্ষগুলো। বৈষম্যবিরোধীদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে একদল চায় এখনই সংস্কার, আরেক দল চায় সংবিধান মেনে নির্বাচিত সংসদ করবে সংস্কার। যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিক দলগুলোর এ অবস্থান দলের স্বার্থে না জাতীয় স্বার্থে সে বিতর্কও উঠেছে।

নিজেদের সংস্কারে গণবিপ্লবের প্রতিফলন চায় রাজনৈতিক দলগুলো
রাষ্ট্র সংস্কারে যেসব রাজনৈতিক দল তাড়া দিচ্ছে, নিজেদের সংস্কারে তারা কতটা কাজ করছে? বড় দলগুলো বলছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তাদের কর্মপরিকল্পনায়। অন্যদিকে, তরুণ ও নারীদের সম্পৃক্ততা বাড়াতে গুরুত্ব দিচ্ছে ছোট দলগুলো। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো তাদের পুরোনো ভাবনা না ছাড়লে, ভেস্তে যাবে রাষ্ট্র সংস্কার।