উত্তরসূরি চীনের বাইরে—ইঙ্গিত বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার; ঘোষণা আসছে ৬ জুলাই
আগামী রোববার (৬ জুলাই) ৯০তম জন্মদিনে নিজের উত্তরসূরির ঘোষণা দিতে পারেন তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু চতুর্দশ দালাই লামা। বেইজিংয়ের চোখে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত দালাই লামার উত্তরসূরি বাছাইয়ের দিকে তীক্ষ্ণ নজর চীনের। কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ভারত। যদিও উত্তরসূরি চীনের বাইরের হবেন তা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন দালাই লামা। তিব্বতি জনগণের প্রতিনিধিকে বেছে নেয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই প্রতিবেদনে।