৩৩ লাখের বেশি শেয়ার বিক্রি করেছেন জেফ বেজোস
প্রায় ৭৪ কোটি ডলার মূল্যের ৩৩ লাখের বেশি শেয়ার বিক্রি করে দিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মঙ্গলবার প্রকাশ করে এ তথ্য। পূর্বনির্ধারিত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে গেলো মার্চে এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন বেজোস। সে সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের মে মাসের মধ্যে মোট আড়াই কোটি শেয়ার বিক্রি করবেন তিনি।