মৌসুমি বায়ুর পরিবর্তন, ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি
বাংলাদেশে মৌসুমি বায়ুর দেরিতে আগমন এবং দেরিতে চলে যাওয়া বড় ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সাম্প্রতিক সময়ে। স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব দেখা গেছে এক দশকের বেশি সময় ধরে। অন্যদিকে গ্রীষ্মের শুরু থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের শঙ্কা- এবার ডেঙ্গু পরিস্থিতি বেশি ভয়াবহ হতে পারে। এর জন্য স্থানীয় সরকারের ত্রুটিপূর্ণ ডেঙ্গু ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা।