৮ বছর পর এলো চিরকুটের ‘ভালোবাসাসমগ্র’
দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ‘ব্যান্ড চিরকুট’। এবার দীর্ঘ ৮ বছর পর তারা চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ করলো আজ (বৃহস্পতিবার, ১৫ মে)। এ অ্যালবামে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা ও সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট। আর এর মাধ্যমে দেশ-বিদেশে চিরকুটের অগণিত শ্রোতাদের নতুন এ্যালবামের অপেক্ষা শেষ হলো।