নিজস্ব ভবন থাকলেও বাফুফের দখলে মহানগর ফুটবল লিগ কমিটির রুম
ফেডারেশন কর্তাদের আক্ষেপ
বিভিন্ন ফেডারেশনের অফিস পরিচালনার জন্য রুম না থাকলেও, বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহানগর ফুটবল লিগ কমিটির জন্য বরাদ্দকৃত রুম দখলে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে অন্য ফেডারেশনগুলোর রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাফুফে বলছে, রুম ছেড়ে দেয়ার সুযোগ নেই। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, ফেডারেশনগুলোর রুম সংকট কাটাতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে তারা।